মল্লিকা রায় / বারাসাত
ফোন নম্বর 9330781877
এটাই আমার গুগুল পে ও ফোন পে নাম্বার। বারাসাত উ:24 পরগণা আমার বসতবাটি, স্বামী মৃত, লেখালেখিই বর্তমান সময় যাপন, ইতি পূর্বে শপিজেন থেকে আমার একটি বই 'একের ভেতর তিন' তিনটি উপন্যাস সংকলন প্রকাশিত হয়। এছাড়া দীর্ঘ 12 বছর ধরে ষান্মাষিক পদক্ষেপ সাহিত্য...More
মল্লিকা রায় / বারাসাত
ফোন নম্বর 9330781877
এটাই আমার গুগুল পে ও ফোন পে নাম্বার। বারাসাত উ:24 পরগণা আমার বসতবাটি, স্বামী মৃত, লেখালেখিই বর্তমান সময় যাপন, ইতি পূর্বে শপিজেন থেকে আমার একটি বই 'একের ভেতর তিন' তিনটি উপন্যাস সংকলন প্রকাশিত হয়। এছাড়া দীর্ঘ 12 বছর ধরে ষান্মাষিক পদক্ষেপ সাহিত্য পত্রিকার সম্পাদিকা। আগামী কিছুদিনের মধ্যেই আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত হতে চলেছে আমার পরবর্তী গল্প সংকলন। এটিই আমার হোয়াটস এপ নাম্বার।
লগইন করতে ফোন নাম্বারে কোড সিস্টেম চালু করুন।
Book Summary
"এখনো মন্দির কক্ষ পরিষ্কার হয়নি একি অলক্ষুণে পরিস্থিতি, কোথায় সব দাস দাসী সভাসদ, অমাত্য
আজ বিশেষ তিথি উপলক্ষ্যে ভগবান বুদ্ধের পূজা আয়োজন -"
_ অন্যায় হয়ে গেছে রানীমা, পাঁচ সাতজন দাসদাসী,সভাসদের মাথানত আগমন ও কার্যে ব্যাস্ততা|
"মা আপনি এই কারণে আজ ততোধিক উদ্বিগ্ন,একাই পুষ্পকুঞ্জে গিয়েছিলেন - "
সঠিক বলেছ আহিরী আজ আমার মন প্রাণে এক অদ্ভুত আলোর বন্যা বইছে। ঘটনার আতিশয্যে আমি লুপ্ত হয়েছি সময়জ্ঞান। অধিক প্রাত:কালীন পরিবেশ আমার হৃদয় মনকে উজ্জীবিত করে ভরিয়ে তোলে অখন্ড প্রাণপ্রাচুর্যে - সে সময় তোমরা ঘুমাচ্ছন্ন তাই একাই চলে যাই পুষ্পকুঞ্জের বিচিত্র রং রুপের সুরভগন্ধে - তবে খবরদার একথা যেন কোনমতে মহারাজের কর্ণগোচর না হয় " |
" এভাবে কাকভোরে কোন দেহরক্ষী ছাড়া আপনার একা এখানে আসা ঠিক নয় রানী মা, কত বিপদ আপদ হতে পারে -"
'আমি বুঝতে পারছি দেহরক্ষী তোমার উদ্বিগ্ন হবার কারণ আজ আমি নির্ধারিত সময়ের কিছুটা পূর্বেই নির্গত হয়েছি তাই এ সমস্যা,তাছাড়া তুমি'তো জানো সভাসদ, ঠাকুর ভজনার সমস্ত কাজই আমি নিজ হাতে সম্পন্ন করতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করি - আজ নিজ হস্তে ভগবান বুদ্ধের চরণ সেবার সুযোগ পেয়েছি অনুগ্রহ করে নির্বিঘ্নে আমার কার্য সম্পন্ন করার কাজে সহযোগিতা কর -"
উত্তরপ্রদেশের হরিয়ানার উত্তরখন্ডে অসন্ধিবত্ নামক একটি ক্ষুদ্র প্রদেশের এই রাজকন্যা রূপগুণ ছাড়াও ধর্মকর্ম,পূজার্চনায় অনন্য স্বত্তার অধিকারী উচরাজকূল থাকায় মৌর্য সম্রাট অশোকের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন এবং বিবাহসূত্রে আবদ্ধ হন | তৃতীয় রানী হিসেবে পাটলিপুত্রের রাজপ্রাসাদে অন্যান্য রানীদের তুলনায় এই রানীর প্রভাব প্রতিপত্তি ছিল অনেক বেশি| রাজপুরের অন্ত:পুরে রানীমহলে এই নিয়ে অসন্তোষের সীমা ছিল না, রাজমাতা সুভদ্রাঙ্গীর যোগ্য উত্তরসূরী হিসেবে রাজ্যের প্রধান মহিষীর অর্থাৎ পাটরানীর মর্যাদা দেওয়া হয়েছিল তাকে| এ নিয়ে বিস্তর অভিযোগ ছিল অন্যান্য রানীমহলে|
"আজ প্রায় পাঁচ বৎসর অতিক্রান্ত প্রায় মহারাজ,পাটরানী অসন্ধিমিত্রা গর্ভধারণে অপারগ আর সেই অক্ষমতা আড়াল করতেই উনি পূজার্চনার পর দিনান্তে পূজার প্রসাদ গ্রহণ করেন মাত্র-" তিষ্যার কূটিল অভিযোগ|
"আমি জানি তিষ্যা, সে কতখানি অসহায় তবে পদ্মাপুত্র কুনাল সে তো ওর পূণ্য সাহচর্যেই মানুষ একথা তো তুমি অস্বীকার করতে পার না - পদ্মাবতীর মৃত্যুর পর ওই নাবালক শিশুপুত্র ওকেইতো মা ' বলে কোলে ঝাঁপিয়ে পরেছিল -"
"ওই পুত্র অপয়া মহারাজ, ওকে রাজ্য থেকে নির্বাসন দেওয়ার অভিযোগ করা হোক "
"তুমি বলছ কি রানী তিষ্যা, আমাদের সকলের অত্যধিক প্রিয় রাজপুত্র কুনালকে রাজ্যচ্যুত করার আদেশ ! তুমি নির্ঘাৎ পাগল হয়ে গেছ রানী,অন্দরে যাও বিশ্রাম গ্রহণ কর - এ নিয়ে আমি একটা কথাও তোমার সাথে আলোচনা করতে রাজি নই - রাজমহিষী অসন্ধিমিত্রা ধার্মিক সৎ বুদ্ধিমতী আমার গভীর বিশ্বাস একমাত্র তার কাছেই রাজপুত্র কুনাল উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত হয়ে উঠবে - "
প্রাত:কালে নাওয়া খাওয়া সেরে সেই যে ঢুকেছেন প্রাসাদের মন্দির কক্ষে কোনদিকে আর তার কোন খেয়াল নেই | সু-সজ্জিত দেবদেবী মূর্তির মধ্যিখান আলো করে বসানো হয়েছে সাত ফুট সুউচ্চ খাঁটি স্বর্ণ নির্মিত বুদ্ধ মূর্তি তার প্রতি গভীর ভাবাবেগের আতিশয্যে মহারাজের আদেশেই | আজ তারই উদ্বোধন করবেন রাজার প্রধান উপদেষ্টা ও গুরু সন্ন্যাসী উপগুপ্ত | চলেছে তারই আয়োজন | একে একে শুরু হয় ব্যস্ততা সভাসদ,পারিষদ,অমাত্য সকলের সঙ্গে উদ্বিগ্ন রাজা নিজেও | রাজশয্যায় শুয়েও পরামর্শ দিচ্ছেন ভগবান বুদ্ধের সেবাযত্নের যেন কোন ত্রুটি না হয় |
দিনের দ্বি-প্রহর অতিবাহিত | মধ্যাহ্ন পেরিয়ে সন্ধ্যাগত, প্রদীপ ধূপগন্ধে বিভোর পাটলিপুত্রের পথঘাট, উদ্বিগ্ন মহারানীর অস্থির পায়চারীর বেগ বৃদ্ধি হয়ে চলেছে ক্রমাগত, তবে কি -
না না তা কেমন করে সম্ভব, তিনি সকলের দেবতা তার পক্ষে এমন দ্বিচারণ সম্ভব নয় | তবে ?
হতে পারেন তিনি নি:সন্তান কিন্তু অদ্যবধি কোন অন্যায় কাজ করেন নি তিনি কুনালকে পালন করে চলেছেন যথাযথ মর্যাদায় - তবে ? মন্দির তলে চাতালে প্রায়ান্ধকার স্থানে চুপচাপ বসে থাকেন একা একমনে স্মরণ করেন ভগবান বুদ্ধকে - সন্ধ্যা গড়িয়ে রাত্রি আগত একে একে ফাঁকা হয় মন্দির চত্ত্বর |
"সংঘং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি -- আমায় একটু জল দেবেন মা ' ধরমর করে উঠে বসে চোখ মেলেন রানী | শরীর মনের সৌন্দর্য্যে আলোকিত মন্দির প্রাঙ্গণ সহসাই ঝলমল করে ভরে ওঠে আলোক বন্যায় | তার পাশে এসে বসেন ভগবান বুদ্ধ |
বি দ্র : কিছু ঐতিহাসিকের মতে অবশ্য এই রানীর গর্ভে জন্ম নেয় সম্রাট অশোকের অপর কন্যা চারুমতি | এ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে তবে আমার উপস্থাপনা কাহিনীর কায়দায় অতএব সত্য মিথ্যা যাচাইয়ের দায় দায়িত্বও পাঠকের একান্ত অভিরুচির উপরেই সঁপে দিলাম বাধ্য হয়ে | মতামতের অপেক্ষায় রইলাম |