বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অপেক্ষা

অপেক্ষা


ছুঁয়ে থাকা শরীর এখন

নিউটনীয় তৃতীয় সূত্রের পতন

জ্বর জ্বর লাগেনা, তালু ঠেকে না শুষ্ক জিহবা

নরম মাংসেরা কঠিন হয় না জেগে

দাঁতের পাটির ফাঁকে প্রগাঢ় থাকে না ওষ্ঠ।


এখন আলিঙ্গন শুধু জড়ায়ে থাকার

যথা মানিপ্ল্যান্ট লতায়ে থাকে নিমের শরীরে।

পরস্পরের বোঝাপড়া এখন ঐকিক নিয়মে

মানেরা হারিয়েছে অভিমানের জানালা টপকে

যাহা গেছে ফিরিবে না, তবু তুমি আছ আমি আছি।


শেষ মঞ্চ, করতালি কিংবা উপেক্ষার ভিড়

কালের যবনিকা নামিবে এখন কিম্বা তখন

জীবন ঘুরিবে চক্র জীবনেরই সাথে

আগামীর অজানায় সময়ের পথে

এসো দোঁহে চেয়ে থাকি সেই আসন্ন তিমিরে।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু