বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ফিতুর

ফিতুর

*******

সোশাল মিডিয়াতে ঝড় উঠেছে, প্রকৃতির মতো-

নানা নামে নানা সময়ে নোটিফিকেশনের টিং টিং।

প্রবাসে বসে শুনতেও বেশ লাগছিলো, 

ঝড় আসবে। কিন্তু তখনও গভীরতা উপলব্ধি হয় নি।

বার বার মনে হচ্ছিল ছুটে চলে যাই বাড়ির ছাদে।

ঝড় আসার আগের আকাশের ছবিই শুধু দেখা।

ফেসবুকে সব থেকেও কিছু অধরা থেকেই যায়

সীমারেখা যে সেই স্ক্রিনেই সীমাবদ্ধ-

সেখানে ঝড়ের ছাদ নেই, ধুলোমাখা এলোপাথারি হাওয়া নেই, আম গাছের ঝাপটা নেই, সুপুরি গাছের মাতলামো নেই। সর্বোপরি ভালোবাসা নেই।

পরিযায়ী পাখির অন্যত্র বাসের মতো খানিকটা।

ঝড় যে খুব নিজের ছিল , একান্তই নিজের।


যখন উপলব্ধি হলো তার ধ্বংসাত্মক খেলা,

বুঝলাম এ ঝড় আমার ছিল না,কোনোদিন না।

ধ্বংসে মেতেছে বসুধা, সহ্যের সীমা হয়তো শেষ,

জানা নেই কিসের শাস্তি , নৈরাজ্যে পাপ স্খলনের হয়তো,

অরাজকতায় বিরূপ প্রকৃতিও বিষে বিষক্ষয় করছে।

সব ধ্বংসের পূর্বাভাসেই শান্ত, রঙিন সুন্দর আকাশ দেখা যায়,

সব অবগুণ্ঠন খুলে এক আকস্মিক উন্মাদনা।

 কারণ, কাল কি হবে জানা নেই. . .


*******দীপিতা চ্যাটার্জী*********

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু