বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ইতিহাস ও মানুষ

দেখো ভাই, ও ভাই এত ভয় পাবেন না

ভয় পেতে পেতেই তো মানুষ এত হাঁটল

এ মাটি তোমার

এ মাটি আমার

ভিজলে দু’জনেরই রক্তে ভিজবে, জ্যাবজেবে।


ইতিহাস বারবার, বারবার, বারবার সোচ্চারে

সোচ্চারে মানুষ বাছাই করেছে, করছেও

এ মাটি তোমার

এ মাটি আমার

ইতিহাস আবারও সেটাই করতে চলেছে।


ইতিহাস খুব নরম ঈশ্বরকে চুপ থাকতে দেখেছে

নরমরা তো কঠিন সময়ে পরীক্ষিত হয়ই, যাই হোক

এ মাটি তোমার

এ মাটি আমার

ঐতিহাসিক সময়ে গরম মাথা ঠিক পথই খোঁজে।


পথ খুঁজতে খুঁজতে মানুষ, মানুষ আজ পথে

অনেকটা রক্ত ঝরলে পথ একটা পায় বটে

এ মাটি তোমার

এ মাটি আমার

ও মানুষ, কি বলছি ঠিকঠাক বুঝলে কিনা বলো!

-----------------------------------------------


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু