বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

স্মৃতিচারণ

#শপিজেন_সাপ্তাহিক

#বিষয়_বর্ষা

#কবিতা

#স্মৃতিচারণ

#সায়ন্বিতা_সরকার_শেঠ



বর্ষা তুই থাকিস লুকিয়ে মনের আনাচে কানাচে

তোর জন্যই যাই ফিরে পুরোনো স্মৃতির কাছে।

ছোটবেলায় তোর আসাটা ছিল ভারী মজার

তুই এলে মায়ের কাছে জুড়তাম বায়না হাজার।

খিচুড়ি চাই, ডিমভাজা চাই, চাই পাঁপড় ভাজা

কাগজের নৌকা বানানোয় ছিল দারুণ মজা।

কৈশোরে আবার অন্যরকম অনুভূতি আনতি তুই

একসাথে ভিজতাম আমি আর সে দিনগুলো গেল কৈ?

যৌবনে হারিয়েছি তোকে, তখন নানা কাজের চাপ

বৃষ্টি এলে জামা তোলো, মনে মনে দিতাম অভিশাপ।

বরের চাই খিচুড়ি আবার ছেলের মাছ ভাজা

ভাবতাম ভগবান শুধু মায়েদেরই দেয় কেনো সাজা!

সময়ের আবর্তে বয়স এখন হয়েছে  তিন কুড়ি

বর্ষা তুই আছিস আগের মতোই,আমি শুধু হয়েছি বুড়ি।

বর্ষা তুই আজও আসিস ঝমঝমিয়ে কখনো টাপুরটুপুর

তোকে নিয়ে করি স্মৃতিচারণ, কাটে সকাল দুপুর।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু