বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

শার্সি ভেজা

কবিতা : শার্সি ভেজা

কলমে : মানিক দাস


মন কেমনের মেঘলা আকাশ,

জল থৈ থৈ চোখের কোলে,

শার্সি ভেজায় দুঃখ আমার,

নীরবতা আজ কথা বলে।


কালো মেঘেই তোমায় খুঁজি,

হোকনা স্মৃতি মলিন যত;

প্রণয় আমার অক্ষয় আজও,

রয়েছে সে আগেরই মত।


সে মেঘ ভেঙে বৃষ্টি যখন,

ছন্দে নামে মাটির 'পরে,

তোমার মলের রিনি-ঝিনি,

আজও আমায় আঁকড়ে ধরে।


ভুলে যাওয়াটা কঠিন বড়,

আজ তা বুঝি সকাল- সাঁঝে,

তোমার হাসির মধুর ধ্বনি

হৃদয় মাঝে আজও বাজে।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু