বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

রেজাল্ট

#কবিতা_রেজাল্ট

#কলমে_মানিক_দাস

*******************************************

বুবুনের আজ রেজাল্টে সে পিছিয়ে পড়ার দলে;

ভাবছে বসে,"পড়েছি এবার আচ্ছা খুড়োর কলে"।


বাড়ি গিয়ে সে কি বলবে, ভাবছে আকাশ পাতাল;

সঙ্গী শুধু ওর সাথে আজ,প্রেয়ার ঘরের চাতাল।


ভাবছে বাবা জানতে পেলে,করবে কুপোকাৎ;

রাম ধোলাইয়ে আজকে তবে,হবেই সে চিৎপাত।


হঠাৎ মাথায় স্নেহ পরশে,পিছন ঘুরে চেয়ে;

দেখছে বাবা দাঁড়িয়ে আছে,হাসি মুখ তার নিয়ে।


"জড়িয়ে ধরে আদর করে বললে বাড়ি চল।

বহু দিন হয়নি খেলা তোর সাথে ফুটবল"।


মাথা নিচু বললো বুবুন রেজাল্টটা তো দেখ,

তার পরও যদি ইচ্ছে থাকে কথা তোমার রেখ।


হাঁটু গেড়ে বসে বাবা চোখে দেখে তার গ্লানি,

বললে, "বুবুন কি আর দেখবো, আমি সবই জানি"।


"কাগজের এই ফলে যদি মানুষ তৈরি হত,

জানিস বুবুন এই পৃথিবী সুন্দর হয়ে যেত"।


"ভুলে এসব যেই দিন তুই সত্যি মানুষ হবি,

লেখা পড়ার ফলটা বুবুন,সেদিন হাতে পাবি"।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু