বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

তুমি ছাড়া

#তুমি_ছাড়া


সত্যি তোমায় খুব প্রয়োজন

চায়ের কাপের ধোঁয়ার সাথে;

সত্যি তোমায় খুব প্রয়োজন,

সকাল,দুপুর, দিনে, রাতে।


ভাবলে রাতে শরীরটা আজ,

চাইছে আবার তোমায় পেতে!

সে পাট তো গিয়েছে কবেই,

হাই প্রেসার আর গেঁঠো বাতে।


নিয়ম করে রাতের ওষুধ,

খাওয়ায় না কেউ মনে করে;

মর্নিং ওয়াকের জন্যও কেউ

ডাকে না আজ, আমায় ভোরে।


তবুও ভালো আজকাল আর,

অফিস যাবার নেইকো তাড়া।

জামা, রুমাল ওয়ালেট -ঘড়ি,

লাগেও না আর জোগাড় করা।


ছেলেটাও আজ,হয়েছে বড়

এম.এন.সি তে কর্মরত।

বৌটিও তার বেজায় ভালো

হয়েছে,খোকার মনের মতো।


সকাল থেকে রাত অবধি,

যত্নে আছি তারই হাতে;

বাবা বাবা বলেই ডাকে,

সময় করে দেয়ও খেতে।


তবুও যখন সন্ধ্যা নামে,

তোমায় খুঁজি সাঁঝের তারায়;

চিক চিকে জল চোখের কোনে,

গড়িয়ে পরে একলহমায়।


পুরোনো সব স্মৃতি গুলো,

আবার জানো মনে পড়ে!

সত্যি তোমায় খুব প্রয়োজন,

চলে গেলে কেন দূরে?

                                 মানিক.....✍️✍️

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু