বৃষ্টির চিঠি
#কবিতা_বৃষ্টির_চিঠি
#কলমে_মানিক_দাস
#তারিখ_২১_০৯_২০২০
*******************************************
তুমি বৃষ্টির চিঠি পাঠিয়েছিলে,
এক মেঘ পিওনের হাতে;
ঘুম ভাঙলো পেয়ে সে চিঠি,
আজ সড়ক ভেজা প্রাতে।
মিঠে হাওয়ায় শিহরিত,
আজ আমার শরীর ও মন ;
বৃষ্টি কনায় তোমার পরশ,
মেখে চলেছি অনুক্ষণ ।
জানালার রেলিং বেয়ে ,
গড়িয়ে পড়ে মুক্তা কত;
তাকে দেখেই সারছে মনের,
তোমার দূরে থাকার ক্ষত।
কফির গন্ধে মনে পড়ছে,
কাটিং চায়ের ভাঁড় দুটো;
দলা পাকানো কিছু স্মৃতি,
সাথে খুশিও এক মুঠো।
আমার নিঃসঙ্গতার সঙ্গী,
আজ তোমার পাঠানো বৃষ্টি,
সব দুঃখ ভাসিয়ে তাতে,
করছি সুখের ফসল কৃষ্টি।
