বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অসমাপ্ত ভালোবাসা

হঠাৎই তুমি এলে নির্মেঘ এক অকাল বর্ষণে ।

প্রসূন হয়েছিল বিকশিত মোর হৃদয় কাননে ।।

রামধনুর ওই সাতরঙ্গে করেছিলে মোরে মাতোয়ারা ।

নিশিদিন আমি তোমারই প্রেমে হয়েছি আত্মহারা ।।

প্রেম সায়রের অথৈ নীরে ভেসেছিলেম তুমি-আমি।

সবুজে সবুজে সবুজাভ হয়েছিল মোদের হৃদয়-ভূমি।।

তোমায় নিয়ে ঘড় বাঁধবো স্বপ্ন দেখছি যখন ।

অঘোষিত বিদায় জানিয়ে হারিয়ে গেলে তখন ।।

ক্রমাগত অশ্রুত্যাগ আর তোমার প্রতীক্ষাতে ।

ক্ষত-বিক্ষত হৃদয় আমার হয়েছে শত-সহস্রতে ।।

স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাতটা দিলে ছেড়ে ।

নিজের কাছে নিজেই আমি গিয়েছি আজ হেরে ।।

ফিরে এসো বলবো না,বরং চাইবো ভালো থেকো ।

ভালোবাসা ছিল,আছে ,থাকবে নিশ্চয় জেনে রেখো।।

সুখে থেকো খুশিতে থেকো বেশি কিংবা অল্পে ।

শেষ দাড়িটাও তুমি টেনেছ মোদের অসমাপ্ত গল্পে।।

আমাদের এই ভালোবাসার নেই তো কোন অবশিষ্ট ।

কিছু গল্পের শেষ হতে নেই,সময় নেই নির্দিষ্ট ।।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু