বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

হঠাৎ করে

ভালোবাসা যেন জর্জরিত মারণরোগে আক্রান্ত,
শীতলতা বয়়ে চলেছে সম্পর্কের আদ্যোপান্ত।
চোরাবালি গ্ৰাস করছে জীবনের প্রতি খাঁজ।
তবুও কৃষ্ণচূড়ার ডালগুলো রঙিন হয় সেজে,
নতুন  দিন আসবে  হঠাৎ অন্য স্রোতে ভেসে।  

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু