বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বাসি গোলাপের গন্ধ

ভালবাসা দিবসে????


বাসি গোলাপের গন্ধ


বহু বছর আগে একটা লাল গোলাপ দিয়ে বলেছিলে ভালবাসি,

কিশোরী বোকা মন বোঝে না তখন-

ওটা ছিল একটা তোমার তাৎক্ষণিক আবেগ!

গোলাপের গন্ধে ভালোবাসা অনুভব করতাম

গন্ধটা ফিকে হয়ে আসার পরেও,

এমনকি গন্ধহীন হয়ে যাওয়ার পরও।

সত্যি তখন বুঝিনি তোমার প্রেম ছিল কিনা, বোঝার চেষ্টা করিনি কোনদিন, হয়ত প্রয়োজনও বোধ করিনি।

অবোধ আমি সবটাই প্রেম ভেবে আনন্দে বিভোর ছিলাম,

আজও আছি যে!

গোলাপটা বইয়ের ভাঁজে শুকনো হয়ে গেলেও আমি আজও তোমার ভালবাসার পরশ পাই ঠিক বাইশ বছর আগের মতোই।

জীবনে না থাকলেও অনুভবে রয়েছো তুমি, 

বাসি গোলাপের গন্ধে রয়ে গেছে আমার প্রথম প্রেম।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু