বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আমি চাই

আমি বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারি

যদি তুমি মেঘ হতে রাজি থাকো...।

তবে আমি তোমার সাথে পালিয়েও যেতে পারি,

চাইলেও কেউ খুঁজে পাবে নাকো।


আমি প্রজাপতি হয়ে উড়ে যেতে পারি

যদি তুমি ফিরিয়ে দাও একটুকরো মেয়েবেলা।

আমার অপু দুর্গারা বেঁচে আছে আজও

বেঁচে আছে ইকির-মিকির, এক্কা-দোক্কা খেলা।


আমি দশভুজা হয়ে দশ দিক দেখতে পারি

যদি তুমিও সব্যসাচী হতে পারো ;

নারী পুরুষ অনেকতো হল ওসব, এবার না হয়...

মানুষ হিসাবে হাত মিলিয়ে কাজ কোরো।


আমি 'আমার আমি' -টাকে যত্নে রাখতে পারি

যদি তুমি ভালোবেসে সাধ দাও তাতে ;

তবে আমি তোমাকেও দেব সোহাগ

লোকে যা খুশি বলুক কি যায় আসে ওতে!


আমি চাই এক আকাশ স্বাধীনতা...

সমাজ বলবে, বিলাসিতা নয় ছলনার কারসাজি।

পুরুষ তুমি বিশ্বাস করে নিঃস্বার্থ যদি ভালোবাসো

তবে আমি তোমার জন্য মরতেও আছি রাজি।


(সমাপ্ত)


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু