বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

শুধু আর একটি বার



#শুধু_আর_একটি_বার

#মিষ্টিমৌ


আর মাত্র কিছুক্ষণ,এরপর চলে যেতে হবে।

পারবো না আর দেখতে তোমায়,

বলতে পারবো না রোজকার সুখ দুঃখের কথা।

কথা দিয়েছিলাম থাকবো একসাথে, কিন্তু পারলাম না।

তুমি কিন্তু আমার স্বপ্নগুলোকে সত্যি করে তুলবে,

কথা দাও,কথা রাখবে,থাকবে ভালো,নিজেকে যত্নে রাখবে।

আমি চলে যাচ্ছি বলে,লাল শাড়িটা ফেলে রেখো না।

লাল শাড়িতে তোমাকে ভীষণ ভালো লাগে।

অযৌক্তিক কোনও নিয়মের বেড়াজালে বেঁধো না কিন্তু নিজেকে।

সকাল বিকেলে দখিনের জানালার পাশে ফুলগাছে জল দিও,ওগুলো আমার খুব প্রিয়।

মোহরটাকে বেশি বকাবকি করো না,আমার কথা জানতে চাইলে বলো-"অফিস ট‍্যুরে বাইরে গেছি।"

বড় হলে ও ঠিক বুঝে নেবে।

আর হ্যাঁ, চোখের জল ফেলো না,ওতে মোহরের অকল্যাণ হবে, বুঝলে।

আর একটা কথা বলার ছিল, তুমি হয়তো জানোই কিছুটা--

আমার ছোট্ট বেলার সেই বন্ধু, মধুমালতী,ও কিন্তু আমার চলে যাওয়ার শোক নিতে পারবে না।

ও মনে মনে আমাকে ভালোবাসে।

কিন্তু তোমার আমার ভালোবাসার কথা শুনে চুপ করেছিল,ডুকরে কেঁদেছিল খুব।

আর এখন আমার চলে যাওয়ার কথা শুনলে সামলাতে পারবে না ও।

ওর হাতটা ধরো গিয়ে,তুমিও সঙ্গী পাবে একজন।

ঐ ওরা চলে এলো,এবার আমায় যেতেই হবে।

মাধ্যাকর্ষণ টানটা কেমন যেন আলগা হয়ে যাচ্ছে আমার।

আর একটি বার ছুঁয়ে যেতে চাই তোমায়।

আর একটি বার,শুধু একটি বার...............…..

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু