বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

উত্তর দাও

যে পাঁক কে তোমরা ঘেন্না কর

সেই পাঁকে ফোটা পদ্ম দিয়েই তোমরা পুজোর ডালি সাজাও


যে পতিতারা তোমাদের কাছে অচ্ছুত

অথচ সেই পতিতালয়ের মাটিই দুর্গা পুজোর অপরিহার্য উপকরণ


যে কৃষকের শরীরের মেঠো ঘ্রাণকে তোমরা ঘেন্না কর

সেই কৃষকের ফলানো শস্যেই তোমাদের উদর পূর্তি হয়


দিনের আলোয় যে নগ্নতা নিয়ে তোমরা সরব হ‌ও

রাতের অন্ধকারে সেই নগ্নতাকেই পরম সুখে আলিঙ্গন কর


যে বাহন তোমাদের বহন করে সেই বাহনের চালককে তোমরা মানুষ বলে গণ্য করোনা


নীল ছবির মোহময়ী নায়িকাকে তোমরা মাথায় তোল

অথচ বিণা কারণে যে মেয়েটি ধর্ষিতা হয়

তাকে ডাষ্টবিনে ছুড়ে ফেলে দাও


কেন এত দ্বিচারিতা

উত্তর দাও

উত্তর দাও??

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু