বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

শব্দ

শব্দ শুনি-

মনের পাশ থেকে 

তোমার 

চলে যাওয়ার শব্দ শুনি। 


শব্দ শুনি - 

নিরবতার জঠর থেকে 

বিষাদের 

পতনের শব্দ শুনি। 


শব্দ শুনি - 

কান্নার আতস কাঁচে 

জমেথাকা স্মৃতিকণার 

জাবর কাটার শব্দ শুনি। 


শব্দ শুনি - 

নীরব রাতের একাকীত্বে 

চন্দ্রালোকের 

চরকা কাটার শব্দ শুনি। 


শব্দ শুনি - 

জীবনের কান্নাগুলোর 

চেয়ার 

বদলের শব্দ শুনি। 


শব্দ শুনি - 

পাতাঝরার দিনে 

ঝরাপাতার 

নিঃস্বতার শব্দ শুনি। 


শব্দ শুনি, 

কেবল, শব্দ শুনি।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু