একলা চলো
একলা চলো
পিছন ফিরে তাকিয়ে আর নেইকো লাভ
আড়ি যখন হয়েই গেছে,হবেনা আর ভাব।
বাঁচার মত বাঁচতে হলে, চলতে শেখো একা
পথ চলতে গিয়ে যদিও পাবে অনেকেরই দেখা। ভাববে সবাই কত খুশী, কতই না বিন্দাস
আসলে ওদেরও দিনের শেষে পড়ে দীঃর্ঘশ্বাস।
ভালো থাকার অভিনয়ে ওরা ভীষণই দক্ষ
দুঃখ,কষ্ট,হতাশা ভূলে বেঁচে থাকাটাই যে
..................................ওদের চরম লক্ষ্য।
