বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বেকার

সেই ছেলেটি পড়াশোনায় ভালোই ছিলো বেশ

বেকারত্বের জ্বালায় আজ তার জীবন প্রায় শেষ

স্কুল, কলেজ ,ইউনিভারসির্টি সব করেছে পার

সিগারেটের প্যাকেট কিনতে তবুও তার করতে হয় ধার

উঠতে বসতে বাবার কাছে খায় সে খোঁটা

ঘরের অন্ন ধ্বংস না করে এবার একটা চাকরী জোটা

পাড়ার বিষ্টু গবেট মাথার কিন্তু বাপের অঢেল টাকা

টাকার জৌলুসে আজ মেধা পড়ে যায় ঢাকা

সেই ছেলেটির প্রেমিকাও ছেড়েছে তার হাত

বেরোজগেরে মানুষের কেউ কি দেয় সাথ?

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু