বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

দ্বীপান্তর



তোমার যদি হুঁশ না ফেরে-

    আমিই নাহয় বেহুঁশ হবো,

ফুল তোলা ওই নকশি কাঁথায়-

    আলতো করে হাত ছোঁয়াবো।

দ্বীপান্তরের সাজবো রাজা-

    রাত ফুরোলেই খুনীর সাজা,

চিনিয়ে দিলেই দোষী তখন-

    ভালোবাসায় ছন্দ পতন।

একলা এখন ক্লান্ত লাগে-

    স্বপ্নগুলো রাত্রি জাগে,

দিন পাহারায় তোমায় খুঁজি-

    অভিমানের কুস্তি ভাঁজি।

তোমার বন্দি হাতের স্বপ্নগুলো-

    বিকেল হতেই জ্বর বাধালো,

তপ্ত বুক,তপ্ত মুখ-

    চোখের জ্বালায় ক্লান্ত সুখ।

তোমায় আমি ঘুম পাড়াবো-

    পাপড়ি খুলে বিষ মেশাবো,

তোমার যদি হুঁশ না ফেরে-

    আমিও নাহয় বেহুঁশ হবো।




পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু