বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

সভ্যতার শব

একটু একটু করে ডুবে যাই এক অসীম অনন্তে।

অন্ধকারের চাঁদোয়ার তলে এ মন নিস্তব্ধ।

সভ্যতার দারিদ্র্যে বুক ব্যাথায় কাতর।

দৈন্যতা, দৈনন্দিন জীবনে মরা রোদ।

তেজহীন,বড় ম্লান।


এ সময় প্রেম খোঁজে।একটু স্নেহ।

দারিদ্র্য সব পরিশ্রুত রক্ত পান করে নির্বিকার

চেনা অচেনা সবাই আজ বড় অপরিচিত

সূর্য গ্রহনে রাহু গিলে নেয় আলো।

একবুক অন্ধকারে এ সভ্যতার মুখ ঢাকে

নির্লজ্জ আদিমতায়।

আমি ও আমরা ডুবে যাই।


গভীর খাদের নির্মম হাতছানি।

বাদরের নাচ।

নাচো,নাচো এ মহান মনুষ্য কুল

উদ্ধবাহু তুলে।নোংরা ঘ্রান ভরে দিক চারিদিক

বন্যতার সীমারেখা লঙ্ঘিত হোক প্রতিদিন,প্রতিপদে।

ভেঙে যাক মানব শৃঙ্খল। কুরুক্ষেএের প্রান্ত শবের মিছিলে।

মৃত দেহ হোক আজ বিজয়ীর গলার হার।


এ দারিদ্র্য সভ্যতা, তুমি হাত পেতে ফুটপাতে

সরব মানুষের পদতলে বারবার নিষ্পেষিত হও

আমি ও আমরা মুখ ফিরিয়ে নিয়েছি

আলোর দিশা থেকে।

শুধু ডুবে যাওয়ার এক কঠিন আনন্দে

ডুবে যাই,আরো আরো এক ভয়ংকর ডুবে যাওয়ায়।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু