ও পুরুষ !
নিজের ঘরের কন্যাটিকে সুরক্ষিত দেখতে চাও ?
তবে নজরে তোমার বিষদৃষ্টি কেন অন্য নারীর প্রতি !
অপরের ঘর জ্বালিয়ে নিজেকে সুখী দেখতে চাও ?
মানুষের মতই তুমি মানুষ নও, চিন্তায় পড়ুক যতি ।
তাকে মানব রূপে দেখতে শেখো, নয় শুধুই নারী ।
আমায় তোমায় দিয়েছে জন্ম, কি কর্তব্য তার প্রতি ?
কুচিন্তা যতই করবে কলুষিত মন ততই বিষাবে
মনের গতি উপরে ওঠালে বলো কি হয় ক্ষতি ?
সকলে তোমার আপনজন এই ভাবনায় সাধু সাধু
শত্রুতা নয় ভালবাসা হোক তোমার সকল নীতি ।
আসেই যদি কুচিন্তা তোমার কোনো নারীর প্রতি,
ঘরেই পাবে স্বজন নারী ফেরাতে তোমার মতি ।
__________________
