বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ভালোবেসে তোমাকে চাই

কবিতা # ভালোবেসে তোমাকে চাই 

*_*_*_*_**_*_*_*_*_*

কলমে # শ্রীমতি কৃষ্ণা ঘোষ

03/07/2018 ইং 

_________________


এক্ষুনি যেও না তুমি ,

ভালোবাসা বাকি অনেক ,

চতুর্দিকে নামবে আঁধার ,

থাকোনা আরও কিছুক্ষন ....

পথেযেতে যেতে প্রেম হবে শুধু দুটো মনের ,

কথাহবে শুধু চোখে চোখে ,আর অনুভবে ,

দুনিয়া থাক পরে পিছনে  ,

আমরা হারাবো আজ ভালোবেসে দুজনে .......

পরবে সেদিন মনে আমায় ,

হারিয়ে যাবো যেদিন ,

একফোঁটা জল আসতে দিও ,

 সজল চোখের কোনে .......

ভীষণ ভালো লাগে আমার তোমায় নিয়ে  ভাবতে ,

ইচ্ছে করে তোমার সাথে বৃষ্টি তে খুব ভিজতে ,

ইচ্ছে করে যাই  পালিয়ে অনেক অনেক দূরে ,

সেথায়  শুধু  গাইবে পাখি  মিষ্টি মধুর সুরে ......

ভালোবেসে শুধু  তোমাকে  চাই ,

পাই বা না পাই , তবুও চাই  ,

জীবনের চলার সমস্ত টায় ,

ভালোবেসে শুধু তোমাকেই  চাই  ll

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু