মনের চিন্তন
বিষয় - মন
দেহধারি আত্মা মনের প্রাসাদের কর্মসেবক
রিপু সভায় ইন্দ্রিয়ের পরিচালনায় যাত্রা ধরে-
প্রেম সনে স্বভাব, চৈতন্য, বিবেক নির্বুদ্ধিতারা
মন আর মস্তিষ্কর স্নায়ুকোষে পরিচালনা করে।
সু আর কু মনের দন্ধ দশায় জীবনটা ভগ্নপ্রায়
প্রতিনিয়ত সংশয় তার সংশোধনের ত্রাসে
ধাঁধার সমাধান অতি সহজে করায়ত্ত হয়না
শান্তিরক্ষায় সময় কিছু শিক্ষা দিতে আসে।
মনের আয়না চেহারা,তবে মস্তিষ্কের দর্শন কোথায়?তরল বুদ্ধি কঠিনে রূপ নেয় যখন
আর স্বাধীনচিত্ত বুদ্ধি দীপ্ত মাথা মনকে কেবল থামায়
আমরা সব জেনেও বায়ুবাহিত মনোস্থিত ধূলিকণায়।
প্রাণত্বত্ত্ব জ্ঞানের প্রতীক শক্তির সে করে উন্মোচন
শ্রেষ্ঠ মানব জীবনে দৈব্য দৃষ্টির করতে পারিনি আকর্ষণ!
বড় চঞ্চল বড় অবাধ্য অণুতে বৃহত্তর করি বিকাশ
হে ব্যাকুল মন মন্দের মধ্যে তুমিই করছো বিকর্ষণ!
চিত্তাকর্ষক অনুভূতিদের টেনে নিয়ে যায় আবেগে
তৃপ্তিদায়ক নির্ধারণ সদা স্বর্গ নরকের অঙ্গনে
সত্য, মিথ্যায় মন বশে রাখার স্বার্থকতায়
জন্ম মৃত্যুর সম্মুখ,বোধ জাগে মনের এক প্রাঙ্গণে!
