বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আগামীর দাবি

প্রতি লাইনে ছয়টি শব্দে লেখা কবিতা

কলমেঃ-বুলু পাল

২৯/১০/২০২১


কার কাছে করবো আমি আগামীর দাবি

আকাশপানে চেয়ে চেয়ে সেই কথাই ভাবি।

দাবি জীবনে অনেক থাকে পূরবে কি?

ঈশ্বরকে সদাই সেই কথা আমি জিজ্ঞাসি।

করো পূরণ সবার দাবি অভয় দানো,

ভালবাসার ভেলায় ভেসে ভেসে প্রেম আনো। 


দূষণমুক্ত ধরনী আমার আগামীর দাবি

শিশু শ্রমিক থাকবেনা দেশে আগামীর দাবি

নারীরা চলবে স্বাধীন ভাবে আগামীর দাবি

কোন মা ছাড়বেনা বাড়ি আগামীর দাবি

বেকারত্ব ঘুচবে ভূমে এটাও আমার দাবি

দেশটা হবে স্বচ্ছজল আগামীর দাবি

নারী নির্যাতন বন্ধ হোক আগামীর দাবি। 


আগামীর দাবি সুস্থ সমাজ নিরোগ ধরা 

নিরক্ষরতা দূর করে দিয়ে সমাজ গড়া।

জীবনের যত আঁধার কালো যাক মুছে

সমাজের সব মলিনতা যাক যাক ঘুচে।

খাওয়া পড়া গৃহের ব‍্যবস্থা সবার তরে

খুশি আনন্দের দীপক জ্বলুক ঘরে ঘরে।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু