বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ভিডিও কলিং

শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে একটা হাসির কবিতা দিলাম:-


ঐ যে দেখ পাগলা ভোলা করছে হইচই!

কোথায় গেলে গিন্নী আমার নন্দী ভৃঙ্গি কই!

একা ফেলে চলে গেলে ভাবলেনা একটি বার

কেমন করে থাকবো আমি খাবোই কিবা আর! 


এমন সময় বিষ্ণু এসে সুধায় তারকনাথে,

এই যে ভায়া চেঁচাও কেন এই শারদ প্রাতেঃ!

কি বলবো ভাই বিষ্ণুদেব, কেউ যদি কথা শোনে,

সারাটাদিন কাটছে ওদের কেবল মোবাইলফোনে। 


কথায় কথায়  দেখনা দেখ ভিডিও  কলিং করে,

বাপের বাড়ি বাপের বাড়ি করেই কেবল মরে!

মোবাইলটা ভাই বড্ড জ্বালায় বলতে দেয়না কথা 

লক্ষ্মী সরো সারাটা দিন মোবাইলে কয় কথা! 


বাপের বাড়ির ভালো মন্দ কেবল মাথায় ঘোরে,

রান্নার কথায় খুন্তি নিয়ে মারতে আসে তেরে!

কি যে করি! কি যে করি! চিন্তায় অস্থির,

পরিবার এমন হলে, করবোই বিড়বিড়। 


বলে নাকি বাপের দেশে বড়োই হইচই,

উড়ছে টাকা ছুটছে মানুষ টাকার পিছে ঐ!

একটা শ্রেণীর অনাহারে কাটছে দিন রাত,

জমা খরচের হিসাব করে হচ্ছে কুপোকাত। 


আমিও জামাই ঐ দেশেরই, আমিও যাবো চলে,

দেখতে হবে ওরা কেমন আছে ফুলে ফলে!

তুমিও চলো আমার সাথে ভীষণ মজা হবে,

মর্তবাসীর হাতে আগে, তুমিই পুজো পাবে! 


গাঁজার পেটি মদের বোতল সঙ্গে নিয়ে যাই,

ঢাকের বোল,কুড়কুড়ি আর বাঁজবে যে সানাই।

তালে তালে খেয়ে দেয়ে নাচবো উদোম নাচ,

আশির্বাদ দিয়ে বলবো খেয়ে পরে বাঁচ।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু