বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আসার পথে

বিভাগঃ-কবিতা


শিরোনামঃ-আসার পথে

কলমেঃ-বুলু পাল

তারিখঃ-১১/১০/২০২১


ও মাগো মা ঘোটকে বসে 

কোমরে লাগছে ব‍্যথা,

ট্রেনে গেলেই ভালো হোতো

হোতোনা কোন কথা। 


তাকিয়ে দেখো গাড়িগুলোর

কেমন দুরন্ত গতি,

ঘোটকে করে টিপির টিপির

হচ্ছে কোমরে ক্ষতি! 


তোমায় যখন ফোন করেছিল

তখন বললেই হোতো,

গাড়ি বুক করে না হয় ওরা,

আমাদের নিয়ে যেতো। 


মর্ত‍্যবাসীর করুন দশা দেখে,

কোন মুখে বলি বল!

ডেকেছে এটাই বেশি নয়কি!

এমনভাবেই যাই চল। 


লকডাউনে বেজায় ক্ষতি

বেড়েছে পেট্রোলের দর,

ট্রেনে বাসে ভীড় এড়ানো

বুক করে ধরফর! 


ঐ দেখো মা শ-শ করে

আমাদের মূর্তি নিয়ে,

গাড়ির মধ‍্যে নাচছে দেখো!

হাত পা নাড়িয়ে। 


চলো যাই চলো ঐ মূর্তির

ভেতরে প্রবেশ করি,

আমরাও তালে ঝটপট করে

পৌঁছাবো মামা বাড়ি। 


ধৈর্য ধর দেখি তোরা সকলে

আস্তে আস্তে চল,

এই বয়সে  খিঁচ লেগে গেলে

ঠিক হবে কি আর বল! 


তোমার কথাই শিরোধার্য

তুমি যে মোদের মাতা,

জগৎ জননী তুমি কল‍্যানী

সকল দুঃখের ত্রাতা।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু