বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

সকল দুঃখ হর-ই

বিভাগঃ-কবিতা

নো মন খারাপ 

শিরোনামঃ-সকল দুঃখ হর-ই

কলমেঃ-বুলু পাল

তারিখঃ-১৫/১০/২০২১


আমার সাথে ঝগড়া করে 

গেলে বাপের বাড়ি

বাপের বাড়ির হাড়ির খবর 

বলোনা তাড়াতাড়ি।

কেমন আছে মর্ত‍্যের সব 

কেমন আছে বলো?

হানাহানি মারামারি সব

গেল কি তা বলো।

কি যে বলো প্রাণনাথ তুমি 

কি দেবো উত্তর!

আমার যাওয়ার কথায়, 

ওদের আড়ম্বর প্রচুর।

নানা রঙের জামাকাপড়, 

নানা প্রসাধনী

দোকানেতে ভীড় জমেছে 

চলেছে বেচাকিনি।

লক্ষ্মী সরো পরলো বসে 

কি কিনি কি কিনি।

মর্ডান মেয়ে দেখে কেতো 

বলে তোমাদের চিনি!

মিনি স্কাটে স্লিপ লেসে সব

ঠমকে ঠমকে চলে,

গনুকে দেখে ফিসফিসিয়ে 

নানান কথা বলে।

এই তো মর্ত‍্যের হালচাল প্রভু

নানারূপ নানা কথা,

তারই মাঝে দিন কাটলো , 

মেনে সকল প্রথা।

আসুন প্রভু দুজন মিলে 

ওদের আশির্বাদ করি

দুধে ভাতে থাকুক সবাই 

সকল দুঃখ হর-ই ।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু