বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

উঠো দেখি

হাসির কবিতা

শিরোনামঃ-উঠো দেখি

কলমেঃ-বুলু পাল

তারিখঃ-১৮/১০/২০২১


একী দেবী উঠোনি এখনো !

অনেক বেলা হলো,

মর্ত‍্য থেকে ফোন এসেছে

ফোনটা ধরবে চলো। 


উঠছি দাঁড়াও প্রাণনাথ তব

কিসের এতো তাড়া!

এ দিক সেদিক ঘুরে ঘুরে

মোরা সব দিশেহারা! 


ঘুরলে কেন মর্ত‍্যে গিয়ে!

প‍্যান্ডেল করেনি ভূমে?

সুস্বাগতম জগৎবাসীরা

বলেনি চরণচুমে? 


সব-ই করেছে মর্ত‍্যবাসীরা,

করেছেও প‍্যান্ডেল,

হেথা হোথা ছড়ানো ছিটানো

ছিলো সব স‍্যান্ডেল! 


মোজার থেকে বেজায় গন্ধ

উঠে আসছিল ভাত,

তাইতো ঘুরে বেড়ালাম প্রভু

কেটে গেল চাররাত। 


এতো সবকিছু ঘটালো জনতা

কিছু বললেনা সবে!

আমায় স্মরণ করতে পারতে

তান্ডব করতাম ভবে। 


খোলা প‍্যান্ডেল বৃষ্টিবাদল

জিনিসের দাম অতি,

ভাইরাসের দাপটে লকডাউন,

ওদের হয়েছে ক্ষতি। 


নানা প্রভু ওরা যা করেছে

ভালোর জন‍্যই সব,

স‍্যানিটাইজারের গেট বসিয়ে

চালিয়েছে উৎসব। 


ওদের উপর রাগ করোনা

দাঁড়াও ফোনটা ধরি,

মর্ত‍্যের সব থাক দুধে ভাতে

এই আশির্বাদ করি।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু