বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

হে ক্ষণিকের অতিথি

ফুটিও না তুমি ও গোলাপ—

থাক না গো আরও কিছুক্ষণ কুড়ি হইয়া !

সে যে আসে নাই এখনও ;

এখনই তুমি ফুটিলে

সে আসিবার আগে মলিন হইবে যে !

ও গোলাপ তুমি ছড়াইও না তোমার সৌরভ ।

সকল সুরভি আগেই ঢালিলে ,

নিঃস্ব হইবে যে ।

তুমি ঝরিয়া পড়িয়া লুটাইও না ধূলায় ;

পথের ধূলা তোমার নাহি মানায় ,

ব্যথা পাইব যে !


সে তো দিয়াছে মোরে কথা ।

আসিবে সে ক্ষণিকের তরে ।

বসিবে ক্ষণিক পাশে ,

কহিবে সে কিছু কথা ;

কিছু কহিব আমি ,

দুজনার মন মিলিবে দোঁহে

না হয় ক্ষণিকের তরে ।

চাহিয়া দেখিব অপলক তাহারে ,

চুমিব তাহার ভালে ।


তখন না হয় মেলিও দল ,

ফুটিও পূর্ণ সকাশে ।

রাঙাইও নিজেরে আপন রঙে ,

সম্ভাষিও তাহারে তুমি তোমার ঢঙে ।

ছড়াইও তোমার মিষ্টি সুবাস

চারিপাশের বাতায়নে ,

দুলিও মোদের মিলন বাসরে

শুধু ক্ষণিকের তরে ।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু