বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

উষ্ণ পরশ

আমার নয়নের জল,
তোমার পদতলে,
চরণোধূলি লয়ে,
হিয়ার গহনে আজি,
নিশির লগনে যায় বয়ে।
হারানো স্মৃতির সরণি ধরে,
বেদনার কতো কথা,
পঁচে পঁচে মরে।

যুগ যুগ তুমি জিও,
স্নেহের পরশ দিও।
তুমি আছো তাই,
বেদনার বালুচরে,
মরুর সাগর মাঝে,
প্রেম যেন ফুলোডোরে,
তন্দ্রার ঘোরে সাজে।

মৃত্যুর পথে পথে,
চলি আমি কোনো মতে।
তুমি রবে ধরা ধামে,
শুধু যে তোমার নামে।
সৃষ্টির বাতায়নে দিলে তুমি,
হিমেল প্রেমের উষ্ণ পরশ।
তোমারই ছায়ায় তোমারই মায়ায়,
করি আমি আজি ওগো,
নয়নের জাগরণে শুধু যে হরষ।














পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু