বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

পরশমণি

হউক পূর্ণ তব আশা ,

স্বপ্ন তুমি দেখিয়াছ যা চিরকাল ।

বাস্তব তাহারে করুক স্পর্শ ,

কানায় কানায় পূর্ণ হউক বাসনা—

আমার এই পবিত্র কামনা করিলাম তোমারে

দান ।

থাকুক তোমার ফেলিয়া যাওয়া স্মৃতি চিরকাল অম্লান ।

জ্বলুক তব জয়টীকা নিশীথ অন্ধকারে ,

দিনের আলোয় জ্বলুক তাহা তব শুভ্র ললাটে ।

শূন্য দেবালয় ভরুক তব পূণ্য দানে ,

আঁধার রাতে যেমন জ্বলে হাজারো তারার আলো ;

তেমনই জ্বলুক আঁধার ঘরে প্রদীপশিখায় সৃষ্টি তব নব নব ।


আমি রই কি বা নাহি রই ক্ষতি নাই ।

তুমি নিজ হাতে মুছিয়া দিও মোর যাহা কিছু আছে তব অন্তরে ,

টানিয়া দিও মেঘের চাদর ।

তব জয়রথ ছুটুক দিগ্বিদিক লইয়া বিজয়ধ্বজা ।

দূর হইতে রাখিব খবর , করিব আশীর্বাদ ।

রাখিব জ্বালিয়া একটি প্রদীপ তোমার নামে

আমার এ হৃদয় অন্তঃপুরে !

আমি খুঁজিব নাহি সেই পথ আর ।

যে পথের শেষে লিখা ছিল গো তোমার নাম !

কথা দিলাম তোমায় গাহিব না আর তোমার গান ! 

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু