বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

চাইলেই তুমি দিতে পারো

চাইলেই তুমি দিতে পারো

সুধীর দাস

রাত হলেই মন থই থই বুকে ধুক পুক
কার জন্য বুকের ভেতর বেজে উঠে দুখ?
তারপরও বুকজুড়ে আঁকো শুধু দেয়াল
নিজেকে নিজে শেষ করো করণা খেয়াল।

অজস্র বর্শা ফলক বুকের ভেতর ফোটে
বলো না কার জন্য হৃদয় কেঁদে ওঠে?
ভেতর শুধু উথাল পাথাল বধির কিছু বলা
নদীর মতো একা একা সাগরমুখী চলা।

সময় যেন পদ্মপাতায় টলমলে টল খুব
না বলা কথা অভিমানের দহন,তবু চুপ
এমন করে কতদিন আর,নদীর অভিমুখে
ঘূর্ণি পথে চলবে একা ছিন্ন শরীর সুখে?

যাপন জুড়ে প্রেম অপ্রেমে অনুভবের মায়া
ভালোবাসা রাখবে ঢেকে মিথ্যে দিয়ে ছায়া?
আমি এখন বেবাক বোকা ব্যর্থ জনক শব
তোমায় শুধু স্বপ্নে আঁকি অলীক অবয়ব!

চাইলেই তুমি দিতে পারো সব উজাড় করে
নদীর মতো সাগরমুখী শুষ্ক প্রাণ ভরে!
দিতে পারো ওষ্ঠ ছুঁয়ে রূপজ নয়ন ভার
তিলক কামোদ রক্ত জবা উষ্ণ অলংকার।

কলকাতা
রাত-০১.০১
১৯,০৩,২২

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু