বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ভিত

পৃথিবীর মাঝে এক ঘর আছে বুঝি

ও কী শুধু ভালোবাসা দেয়, নিতেও জানে দেখি! 

ভোরের গান হয়ে বাজে, সন্ধ্যার দীপ হয়ে জ্বলে

অঙ্কুরিত আশাগুলি ফুল হয়ে ফোটে। 

পরস্পরের অনুভব অনুভূতি এক আসনে বসে

বিশ্বাস ভরে দেয় বুকের ভিতরে

তখন আলোকিত হয় চারিদিক, 

এভাবেই গড়ে ওঠে সম্পর্কের ভিত। 


কৈশোরে জড়িয়ে থাকে আঁচল ছোঁয়া সুখ

দুরন্ত ছেলেবেলা ঘুড়ির মতোই ওড়ে, 

যৌবনের রক্ত গোলাপ ফোটে

কখনো অভিমানের ঘোমটায় মুখ ঢেকে রাখে

ভিক্টোরিয়ার সবুজ গালিচা বিছানো পথে

হেঁটে যেতে যেতে কতবার উষ্ণতা নিয়ে

ছুঁয়ে যায় হাসি, ধরে থাকা হাত দুখানি

কতবার অবুঝ হৃদয় ভাসিয়ে দিয়েছে প্রেমের তরী। 


ঘুম ভেঙে উঠে খোঁজে প্রিয় মুখ

সম্পর্ক সেখানেই সাজায় যে সুখ, 

তা না হলে ঘরের কোন অস্তিত্ব আর থাকে না যে! 

সমর্পণের মন্ত্র এসে সাধনায় না বসলে

বেজে ওঠে না মিলনের ধ্বনি। 

যে ধারায় বয়ে যায় পবিত্র প্রাণ

অমলিন স্রোতের টানে বয়ে যেতে থাকে

এভাবেই সম্পর্ক গড়ে যেন ওঠে। 


চাওয়া পাওয়ার হিসেব নিকেশ ভুলে

মেঘহীন আকাশটা লাল হতে দেখে

জীবনের চলমানতা পরিপাটি হয়ে ওঠে

সম্পর্কের এই গভীর রসায়নে। 

আয়নার কাচে লেগে থাকে টিপ

আলনায় ঝুলে থাকে ডেনিমের জিন্স

এলোমেলো হয় যদি ক্ষতি নেই তাতে

ভালোবাসাবাসি যদি অক্ষুন্ন থাকে। 

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু