বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

সম্পর্কের হিসেব

 

সব মনের একটা ইতিহাস থাকে ..
থাকে সম্পর্ক আর সম্বন্ধের দলিল বুকের পাঁজরে পাঁজরে..
রাত জাগা চোখের গল্প জানে তারা..
অন্য মনে রাতের আঁধারে নিঃশব্দ- যাপনের ছন্দে কাঁদে তারা..

সব দেহের একটা ইতিহাস থাকে..
থাকে চিলেকোঠার ঘরে বাক্স বন্দী কিছু ছোটবেলা ..
একটা দুটো তারা রোজ খসে পড়ে দেহটার আনাচে কানাচে..
চোখ বন্ধ করে অনিচ্ছেযাপনের সাক্ষী হয়ে নিঃশব্দে পথ চায় অজান্তেই তারা..

সব ইচ্ছের একটা ইতিহাস থাকে..
থাকে খুশী আর বিষাদের বর্ণমালা ..
প্রতিদানে শূণ্য পেলেও নিঃশব্দে ভালোবাসে তারা ..
উঠোন পেরিয়ে লক্ষণরেখা ছুঁয়ে ছুঁয়ে রাত পোহালেই ,আবার ভাঙা চোরা ইচ্ছের বুকের মাঝে ফিরে আসে তারা।

সব সম্পর্কের একটা ইতিহাস থাকে ..
থাকে মনের বড্ড কাছে তারা ..
প্রাক্তন আর বর্তমানের মাঝে লুকিয়ে নিঃশব্দে বাঁচে তারা ..
নিজের অজান্তেই খসে পড়া তারার সাথে চোখ বন্ধ করে নেয় ওরা ..
সম্পর্কের রসায়ন না বুঝেই বোকার মত ভালোবেসে ফেলে তারা ..
রাতের আঁধারে ইচ্ছেনদীর পাড়ে , চাওয়া পাওয়ার বিসর্জন দিতে দিতে ,না চাইতেও আবার ভালোবাসায় ভেসে যায় তারা ..
হাসে বিধাতা , হাসে প্রকৃতি , হাসে অলক্ষ্যে সবাই ।
সম্পর্কের রসায়নের হিসেবের উত্তর কারো কাছে নেই জানে তারা ।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু