বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

কিছু মুহূর্ত

 

কিছু মুহূর্ত আলগোছে রাখি ভুলে ..
স্বপ্ন যাপন অভ্যেসে আছে ভরা ..
একটু একটু দুঃখ বাক্সে তুলে..
মিছিমিছি খেলা , হলো না তো ঘর করা..

কিছু কিছু পথ অজান্তে যাই হেঁটে ..
বৃষ্টির শেষে রামধনু মেঘে ঢাকা ..
একটু একটু সব রঙ গেছে ঘেঁটে ..
পাথর হৃদয় অহল্যা তাই একা..

কিছু কিছু ক্ষণ অভ্যেসে জাল বুনি ..
ছিঁড়ে ছিঁড়ে যায় হাতছানি অমানিশা ..
একটু একটু সময় কুড়িয়ে বাঁচি ..
নেমপ্লেটে লেখা জ্বলজ্বলে 'ভালো-বাসা'..
�চন্

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু