বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

জোছনায়



 


ইট পাথর বালির

খেলা চলছে।

বাড়ি উঠছে এক্কা দোক্কা।

সাহেব বিবি গোলামের

চালে ইটগুলোকে ছুঁয়ে 

যাচ্ছে ছড়া দেওয়া 

জোছনারা।

রুখা ছাদ অপেক্ষা করছে।

শেষ প্রহরের ঘন্টা

বাজছে দেওয়ালে

দেওয়ালে।



ইট পাথর বালির

খেলা চলছে।

বারান্দার টাইলগুলো 

মুখ ভার করে 

পাশের বাড়ির দেওয়ালে

আঁক কাটছে।

আর জোছনার ভেতরে

জোছনা।তার ভেতরে

কিলবিল কাটছে

ভেজা স্বপ্নেরা।


ইট পাথর বালির

খেলা চলছে।

জোছনা বিছিয়ে 

অপেক্ষার পালা চলছে।

তার নরম হাত দুটোকে

তুলির মতো বুলিয়ে

বুলিয়ে

দেওয়ালে জোছনার 

প্রলেপ চলছে।


ইট পাথর বালির

হিসেব চলেছে।

হিসেবী দেওয়াল গুলোকে 

সরিয়ে সরিয়ে

জোছনা ছুটছে,


ছুটছে আর ছুটছে।


পিছিয়ে পড়ছে কংক্রিটের

জঞ্জাল, ঝিঁঝিঁ পোকা আর

ওপাড়ার পিটি ঊষা।





পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু