বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

মন

মনটা হারায় কখন কোথায়

কোন সুদূরে

ডাকলে আসে মিষ্টি হাসে

বেড়ায় ঘুরে ।


চাইলেও তুমি বাঁধতে

তাকে পারবেইনা

মনের ভেতর উথাল

পাথাল জানবেইনা।


মনের পায়ে পরাও তুমি

যতই বেড়ি।

দড়ি ছিঁড়ে পালিয়ে করবে

ঘোরাঘুরি।


মন খুশিতে মনের মাঝের

স্বপ্ন খোঁজে।

মনঃ কষ্টে মনের দশা

মনই বোঝে।


মনটা আবার মনের সাথে

ঝগড়া করে।

মনুষ্যত্ব মনেই থাকে

ঘাপটি মেরে।


মনুষ্যত্ব জাগ্রত হোক

মনের ঘরে।

মান অহংকার যাক হারিয়ে

চিরতরে।


মনই ভাবে চলতে হবে

নতুন পথে।

চলবো সবাই হাতটি ধরে

সুরের সাথে।


মনের অনল মনকে পোড়ায়

পোড়ায় দেহ।

নিঃশব্দে পোড়ে এই মন

দেখেনা কেহ।


           #বুলু_পাল#












পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু