বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

হারানো স্মৃতি

শিরোনাম  :  হারানো স্মৃতি

          কবি  :  সঞ্জয় কর্মকার

--------------------------------



চোখের জলের জোয়ারে ভেসেছি ,

মনের ভাঁটার টানে ।

হিয়া যে শুধুই ক্লান্ত আজি ,

বেদনার গানে গানে ।

কে যেন কখন আমার কানে ,

কতো কি যে বয়ে আনে ।

নয়নের মাঝে ওগো ,

ঘুমিয়ে যে তুমি জাগো ।

কর্ণ কুহরের যতো ব্যাথা ,

হয়ে আছে সবই আজ ,

চম্পা চামেলী আর যামিনীতে গাঁথা ।



আঁখির পলকে পলকে ,

অজানা স্বপ্ন ঝলকে ,

তোমারে দেখেছি আমি ,

আধো আলো ছায়াতলে ,

নিশি রাতে মায়াবলে ।

আপন মগণে নীলাভো গগণে ,

কালের ছায়ার কপোলতলে ,

তপনের তাপে তাপে ,

কাকলীর কলরবে ,

শিশুপাখি কি যে বলে ।

বুঝি না তো সেই ভাষা ,

শশী তাঁরা দিলো আশা ।

তোমার নধর দেহ ,

ধরিবে না ওগো ,

আমি ছাড়া আর কেহ ।

আমার আঁখির তাঁরার মাঝে ,

তব দেহ ঢলে পড়ে ,

শুধু আজি সাজে ।



ছায়াসুনিবিড় দীঘি তরুতলে ,

তোমারে যে লয়ে কোলে ,

পড়ে আছি আমি শুধু ,

একলা জগৎ ভুলে ,

স্মৃতিবিজড়িত বেদনায় দুলে ।

ঘুরন্ত ভাগ্যের কি যে পরিহাসে ,

হিসেবের খাতাতে দেখি অবশেষে ,

লেখা নেই তাতে কিছু ,

আমি চলি কেঁদে হেসে ,

আলেয়ার পিছু পিছু ।

বিধাতা যে সব বুঝে ,

দিলো মোরে খুঁজে খুঁজে ,

কতো কি যে ব্যাথা ।

আরো আরো কিছু কিছু ,

হারানো স্মৃতির কথা ।




















পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু