বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

তিস্তার ডায়েরী


কতটুকু চিনেছো আমায় !
আমিও কি চিনি কাউকে ..
পাতা উড়ে যায় বালুচরে
ঢেউ কথা বুকে চেপে রাখে !

কতটুকু জেনেছো আমাকে
আমিও কি জানি কাউকে ..
হাসি মুখে শুধু ছুঁয়ে নেওয়া
চোখ শুধু নীরবেই থাকে ..

কতপথ হেঁটেছি কি জানো ..
আমিও কি বুঝি তার ঝড় ..
আটপৌরে লেখা লিখি ..
অমাবসে চাঁদ ছাড়ে ঘর ..

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু