মাগো!
নীল আকাশের ওই ধ্রুবতারা কেমন মিটিমিটি চায়
মায়ের কপালের গোল টিপ যেন চন্দ্রিমা,দুধেল জ্যোৎস্নায়
মায়াময় মুখখানি মাগো তোমার ভেসে উঠে আকাশ পটে
একাকী ছাদে জোৎস্না রাতে তোমার পদধ্বনি শুনি দূরে নিকটে।
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনি যখন কৈশোর বেলায়
তোমার ভালোবাসা সরিয়েছি দূরে ঠেলে ভীষণ অবহেলায়
চুম্বন দিয়ে আমার ভালে বলেছিলে মায়ের যন্ত্রণা বুঝবি একদিন
মায়ার বন্ধনে বাঁধা পড়বি জগৎ সংসারে,নিজে মা হবি যেদিন।
মাগো,আজ বুঝি মা সন্তানের নাড়ির অমোঘ টান
তোমার তরে নিত্য হাহাকার করে যে প্রাণ
একবার মাগো নেমে এসো ওই আকাশ সিঁড়ি বেয়ে
একবার বুকে টেনে নাও,সব অভিমান যাক ধুয়ে!
এখন যে আমারও যাওয়ার পালা মায়ার সংসার ছেড়ে
ঘাটে আছে তরী বাঁধা,সব পিছুটান ছিঁড়ে যাবে পরপারে
সময় ঘনিয়ে আসছে তীব্র গতিতে,নয়ন জুড়ে ঘোর অন্ধকার
ছিঁড়ছে যত জাগতিক বন্ধন,তোমার সাথে কি দেখা হবে আবার?
আছে জন্ম মৃত্যু,আছে হাসি কান্না,নাগপাশে জীবন জড়িয়ে
জগৎ সংসার বড়ো মায়াময়,বাঁচার আশা দুঃখকে দূরে সরিয়ে
আবার জন্ম নেবো তোমার ক্রোড়ে,মা বলে ডাকবো তোমায়
জন্ম জন্মান্তর ভরিয়ে দিও মা তোমার অপত্য স্নেহ ভালোবাসায়।
