বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বেদনার স্মৃতি

শিরোনাম :  বেদনার স্মৃতি

       কবি : সঞ্জয় কর্মকার

---------------------------------



বেদনার বুকে বুকে ,

কতো সুখে দুখে ,

কান্নার আঁখি জলে ,

নীল নীলিমার তলে ,

তুমি ছিলে ,

তাই দিলে ,

কিছু ক্ষণ ,

তব মন ।



নীরবে রবে তুমি ,

কালজয়ী হয়ে ।

স্মৃতিবিজড়িত ডিঙি নৌকায় ,

আমি যাবো বয়ে ,

শুধু ক্ষয়ে ক্ষয়ে ।

বেদনার স্মৃতি ,

বলে যায় ওগো ,

আজ হলো ইতি ।



সৃষ্টির কোন্ ,

মহা সংকেতে ,

বাধিলাম বাসাখানি ,

করে হানাহানি ।

তাই বুঝি বেদনায় ,

ভরে ওঠে মন ।

খুঁজে চলি ,

সেই ডাক ,

সেই দিন ,

সেই রাত ,

যদি কেউ ,

দেয় হাক ,

মমতার মায়াজালে ,

আমারে যে কালে কালে ।



কেউ যদি বলে মোরে ,

আমি শুধু ডাকি তোরে ,

আয় আরো কাছে আয় ,

মিলনের লগ্ন যে ,

শুধু হায় বয়ে যায় ।

আঁচলের তলে বসে ,

মোর কথা শোন্ ওরে ,

কান্নার হাসি গানে ।



জীবনের আঁকেবাঁকে ,

ডাক যদি নাও শুনি ,

তবু আমি দিন গুনি ।

মৃত্যুর দ্বারে বসে ,

আমি রবো শুধু হেসে।

যারে পারো তারে তুমি ,

হৃদয়ের আঁখি জলে ,

ভালোবেসো হলে হলে ।
















পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু