আকাশ ও পৃথিবী।
তুমি ও আমি এক মনোরম পৃথিবী,
কখনও পূর্ণতায় তৃপ্ত
আবার কখনও আকাঙ্খায় তৃষ্ণার্ত।
তুমি সম্ভাবনায় ভরা এক অফুরন্ত আকাশ।
আর তোমার উড়ান অনেক উঁচু,
কখনো বৃষ্টি হয়ে অফুরন্ত ভালোবাসা ঢেলে দাও, আবার কখনো...... শুধুই রোদ...
যখনই আমার উপর তোমার ভালবাসার
ইচ্ছার বৃষ্টি হয়ে বর্ষিত হয়,
আমার মন ভরে ওঠে
আমার শরীরে অঙ্কুরিত হয় নব প্রজন্মের....
তারাই শতাব্দীর পর শতাব্দী আমাকে প্রজ্বলিত করে আমাদের দুজনার মধ্যে যুগে যুগে
অটুট সম্পর্কের মেলবন্ধন গড়ে তুলেছে..….
তবুও সে সম্পর্ক মিলনে অসম্পূর্ণ থেকে যায়।
তুমি আর আমি....
দুজন দুজনকে ছুঁয়ে থাকলেও
শুধু দিগন্তে ধোঁয়াশায় মিলিত হাওয়া আলিঙ্গন......
এটা বহু শতাব্দী ধরে হয়ে আসছে... এবং হবে।
আমি যতই কাছে যাই,
ততই আকাশের মনোরম যোগাযোগ গুলো
অদৃশ্য হয়ে যায় বহুদূরে।
আমি পৃথিবী.....
কি দুর্ভাগ্য করেছি আমি, তোমার কেন এত ভয়?
সীমাহীন যুগের ব্যবধান পেরিয়ে ...যখন ইচ্ছে...
আমি তোমার যতই কাছে আসতে চাই,
ততই তোমার মনোরম মুখশ্রী অদৃশ্য হয়ে যায় দূর থেকে বহুদূরে।
কিন্তু কি দুর্ভাগ্য করেছি আমি? কেনই বা এত ভয়,
অন্তহীন যুগের ব্যবধান পেরিয়ে যখনই তোমায় চাই, তখন আমি রংধনু রঙের সিঁড়ি বেয়ে উঠি,
রঙিন কুয়াশার মধ্যে একটি উত্তেজনাপূর্ণ নাচ করি। ঈশ্বরের সৃষ্টি মন্দিরে,
আমি তোমার কাছে প্রার্থনা করি,
তোমাকে ছুঁয়ে, তোমাকে পেয়ে,
তোমার কাছে নিজেকে উৎসর্গ করি,
তারপর আমি নিজের কাছে ফিরে যাই।
তোমাকে পেয়েও না আছে মিলনের সুখ,
না আছে মিলনের দুঃখ,
না আছি আমি, না তুমি......
আমি শুধু বলতে চাই.....
আমি তোমার থেকে দূরে আছি.....
তোমার মাধ্যাকর্ষণে আবদ্ধ,
পারস্পরিক দুটো আত্মাই
তৃষ্ণার্ত আকুতির বন্ধনে বাঁধা,
তোমার রশ্মির সিঁদুরের রঙে সজ্জিত,
তোমার মোহনীয় রূপের সংস্পর্শে আমার প্রতিটি শিরায় শিরায় তৈরি হয় জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা।
হে আকাশ, আমি তোমার প্রিয় পৃথিবী
আর তুমি হবে আমার ভালোবাসার আকাশ
এভাবেই আকাঙ্ক্ষিত করে রেখো পৃথিবীকে....
এই ভালোবাসা যুগ যুগান্ত ধরে পৃথিবীর মানুষেরা অনুভব করতে পারবে কিনা জানা নেই.....
তবে পৃথিবী ও আকাশ দুজন দুজনার অপেক্ষায়
বেঁচে থাকবে সহস্র কোটি বছর......
আমি আকাশের মাটি,
আর তুমি? পৃথিবীর আকাশ।
