বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অন্ত্যমিল

প্রেমের কবিতা লিখব বলে,

ভিজলাম শেষে বৃষ্টির জলে।     

হলুদ পাঞ্জাবীতে সৌম্য তরুণ, 

দাঁড়াল এসে, মুখটি যে করুণ! 

তাই বলে কবিতা কী লিখব না?    

নিকষ কালো কেশরাশি কন্যা  

বৃষ্টির আগেই এলো বুঝি বন্যা।  

তাই বলে কী বৃষ্টি  আসবে না?  

বৃষ্টি না এলে যে প্রেম হবে না!   

ওরা যখন হাত পেতে বৃষ্টি ছুঁল

সুখ তখুনি মোহনায় পৌঁছুল।  

হৃদি ভেসে যায় দুকূল প্লাবিয়া  

ওরা গজ গমনে ছত্র ফেলিয়া।  

উথাল পাথাল যেন জলতরঙ্গ,

এদিক ওদিক দেখি নৃত্যে বিহঙ্গ।  

একে কী বলে বৃষ্টি ভেজা প্রেম?  

কবিতার খাতায় বৃষ্টি নাচে থৈ থৈ, 

প্রেমের কাব্য লিখে চলি আবার ঐ। 

তখুনি ভেঙে পড়ল দুয়ারের খিল  

বৃষ্টি ভেজা প্রেম পেল অন্ত্যমিল।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু