বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অলীক স্বপ্ন

এক পশলা বৃষ্টি,

 হঠাৎ ভিজিয়ে মন। 

 মেঘের খেলায়,

  মনের মাঝে—

  এই রোদ্দুর

   এই ঝড়!

  

   সারা শরীর জুড়ে,

   ভিজা-ভিজা

   আপন হওয়ার নেশা!

   ঠোঁট দুটোতে ছিটেফোঁটা,

    ভাললাগার ছোঁয়া!

    চোখের পাতা ভিজিয়ে,

    ভালবাসার  জাল বুনিয়ে!

    দুহাতে জড়িয়ে তোমায়,

     হঠাৎ দেখি—

     এ যে অলীক স্বপ্ন আমার। । 

                                

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু