আমি সকল ব্যাথা বুঝি,শুধু আমায় কেউ বুঝে না।স্নেহের মানুষটাও কষ্ট বোঝাতে আসে।আমি যে সকল কষ্ট বয়ে চলি হাসিমুখে।আমাকে বেশি করে ভালোবাসা দে, আমি যত বকি তত আমায় আরো জ্বালাতন কর ।এটাই তো কখনো বুঝে উঠতে পারলি না।