বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

তুমি কি পারো ?

কবিতা: তুমি কি পারো ?

লেখিকা: প্রতিমা ভট্টাচার্য মন্ডল

তারিখ: ০২/০৪/২০২০

 

 

তুমি এখন কতো সুন্দর

 

 

কথা বলতে পারো ।

কিন্তু যখন আগে আমার

সাথে চলার পথ চলার

সময় লজ্জায় লাল হয়ে যেতে

তোমার সুমধুর কন্ঠ শোনার

জন্য সারা রাত রাত জেগে

মুঠোফোনে কান পেতে দিতাম

 

তুমিকি এখন ও গায়তে পারো

 

তুমি কি চুমো খেতে শিখেছো।

 

তুমি এই ভাবে তর্ক করতে পারো?

 

যুক্তি দিয়ে যুক্তি কাটতে পারো?

বিরুদ্ধ মত এই ভাবে উড়িয়ে দিতে পারো?

যাতে ধরা না পড়ে অজ্ঞতার ভেক-টা!

 

তুমি এই ভাবে কাঁদতে পারো?

 

এই ভাবে চোখের জল ফেলতে পারো?

অবিকল এই ভাবে বুক চাপড়াতে পারো?

যাতে মনে হয় রক্ত মাংসের মানুষ একটা!

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু