বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

মানবধর্ম

পৃথিবীতে একটাই ধর্ম


যেটা আমি মানি


সেটা হল মানব ধর্ম।



হিন্দু-মুসলিম


বৌদ্ধ-খ্রিস্টান


শিখ জৈন


ইহুদি পাদশাহী


সব সৃষ্টি করেছে


মানুষ নিজেই।


মানুষে মানুষে


ধর্মের বিভেদ


কখনোই কাম্য নয়।



আমি বিশ্বাস করিনা


ধর্মের বাধা


বিশ্বাস করিনা।



পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু