বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

স্মৃতির কফি হাউস

#শপিজেন_সাপ্তাহিক

#বিভাগ_গল্প

#বিষয়_জলচিঠি ,শব্দ সংখ্যা-৪২৫

#গল্প-স্মৃতির কফি হাউস

কলমে---সংহিতা ঘোষাল


প্রিয় আমু,

           আমার দেওয়া নামে আজ‌ও তোকে কেউ ডাকে কিনা জানিনা, তবে বহুদিন পর পুরানো ব‌ইএর তাকগুলো গোছাতে গিয়ে খুঁজে পেলাম তোর হাতে লেখা কিছু নোটস্। লেখাগুলোর শেষে জটিল ভাবে লেখা আমিনা নাম চোখে পড়ল আর চোখের সামনে ভীড় করল একরাশ স্মৃতি।তোর মনে পড়ে প্রথম যেদিন তুই লাইব্রেরীতে গিয়ে ব‌ইএর মধ্যে ডুবে থাকা এই মেয়েটার সাথে নিজে এগিয়ে গিয়ে আলাপ করেছিলি?জানিস সেদিন আমি বেশ অবাক হয়েছিলাম।তোর ঝোলা কানের দুল,কাজল কালো চোখ আমার মত আটপৌরে গ্রামের মেয়েকে বেশ আকর্ষণ করেছিল। মনের মধ্যে সাজের ইচ্ছা  সদ্য যৌবনে পা দেওয়া তরুণীর কাছে খানিকটা প্রত্যাশিত। হয়তো সেই আকর্ষণে বন্ধুত্ব হয়ে গেল। তারপর একসাথে কলেজ জীবনের পাঠ।একটু একটু করে তোর হাত ধরে শহর চিনতে শেখা। একদিন কলেজের ক্লাস হঠাৎ বন্ধ হ‌ওয়ায় তুই বললি,"যাবি কলেজ স্ট্রিট?"আমি তো এক কথায় রাজি।তারপর তীব্র যানজটের বৈতরণী পেরিয়ে তবে ব‌ই পাড়ায় পদার্পণ।ব‌ই কেনার উদ্দেশ্য যে তোর গৌণ ছিল পরে বুঝতে পেরেছি,আসল উদ্দেশ্য ঈদের সময় জমানো টাকায় কফি হাউস যাওয়া আর সঙ্গী এই আনকোড়া  ব্যক্তি। কফি আর স্যান্ড উইচের স্বাদে দুজনের মনের আগল খুলে গল্প। সামনে তখন দূর্গা পূজার কেনাকাটার পরামর্শ সেটাও তোর কাছে পেয়েছিলাম।কফির প্রতি চুমুকে বন্ধুত্ব আরো গাঢ় হয়েছিল আর আমি পেয়েছিলাম মনের মত একজন বন্ধু। সেদিন ছিল আমার দিন বদলের পালা। এরপর কফির টানে বন্ধুত্বের রঙ বদলের জন্য আরো কতবার কফি হাউস গিয়েছি দুজনে। কলেজ শেষে চাকরি জন্য জীবনে অসমীকরণ সমাধানের সঙ্গী ছিল কফি হাউসের টেবিল আর ধোঁয়া ওঠা কফির কাপ। দুজনে কফি হাউসে ঘন্টার পর ঘন্টা পরিকল্পনা করি জীবনে কী করতে চাই আর কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সব কিছু।তারপর শিক্ষকতায় প্রবেশ দুজনের,তার উদযাপন‌ও কফি হাউস। নতুন জীবনে অভ্যস্ত হ‌ওয়ার পর সামাজিক চাহিদায় আরেক নতুন জীবনে পদার্পণের আগে তোর মনের মধ্যে থাকা দুশ্চিন্তা দূর করার স্থান কফি হাউসের টেবিল।কত কথা,কত গল্প,কত স্মৃতি। এরপর অদ্ভুত ভাবে বদলে যাওয়া সময়। যান্ত্রিক জীবনে ক্রমশ নিষ্পেষিত হতে হতে তোর আমার বন্ধুত্ব আজ জীবাশ্ম।ব‌ই পাড়ায় আজ‌ও ছুটে যাই, শহরের ধোঁয়ায় একমুঠো অক্সিজেন আমার কাছে। প্রাণ ভরে শ্বাস নিই।জানিস কফি হাউসে আজ‌ও যাই , পাশের ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে যখন কফির কাপে চুমুক দিই বড় তিক্ত মনে হয়। আসলে কফিতে নয় তিক্ততা বোধহয় বাসা বেঁধেছে জীবনে, যেখানে প্রতি সূর্যাস্তে ঘূণপোকা একটু একটু করে ক্ষয়ের পথে নিয়ে যায়।আজ তোর হাতে লেখা নোটস্ পানসি ভাসিয়ে নিয়ে গেল আমাকে স্মৃতির সাগরে। সময়ের সঙ্গে বদলে যাওয়া জীবনপথ কত কিছু রেখে যায় যেমন তুই রেখে গিয়েছিস আমাদের মেয়েবেলার গল্প আর অফুরান  আনন্দের আঁধার।কফি হাউসের আড্ডা আজ নেই তবে কফি হাউসে বসে নেওয়া পরিকল্পনা জীবনে এনেছিল নতুন দিগন্ত। বহু দিন পর মন খুলে লিখলাম বেশ কিছু কথা।

        ভালো থাকিস, জীবন সায়াহ্নে যদি সম্ভব হয় তবে সোনালী অতীত ফিরে দেখতে আবার আসিস কফি হাউসে ধোঁয়া ওঠা কফির পেয়ালায় চুমুক দিতে।

                                              ইতি--

                                   তোর ধূসর স্মৃতিপট

                                         (সংহিতা)


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু