সাঝেঁর আলো
স্ত্রীর মৃত্যুর পর, একাকীত্বতার অন্ধকারে ডুবে যাবার আগেই রমেনবাবু সিদ্ধান্ত নিলেন,তাঁদের একমাত্র প্রবাসী সন্তানের ফেরার অপেক্ষায় আর বসে থাকবেন না | আরো একবার উঠে দাঁড়াবেন | তাঁরতো টাকার অভাব নেই | কিন্তু তারমতোই যাঁরা বৃদ্ধ এবং অর্থহীন তাঁদেরকেও হতাশার অন্ধকার থেকে বের করে , দেখাবেন নতুন আশার আলো |
আজ ৩১সে ডিসেম্বর ২০১৯ | রাত পেরোলেই ২০২০ | তাই সেজে উঠেছে , একবছর আগে রমেনবাবুর বাড়িতে গড়ে ওঠা বৃদ্ধাশ্রম ও সমবায় সমিতি ' সাঝেঁর আলো ' | বর্তমানে তাঁদের তৈরি কুটিরশিল্পের বিস্তৃতি ক্রমবর্ধমান | রাত ১২টায় ‘সাঝেঁর আলো’য় উচ্চস্বরে ধনিত হোলো - ' বিদায় উনিশ , স্বাগত বিশ ' |
