মিষ্টি ভালোবাসা
পাগলিটা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল।
আর বলছিল
আমার কিচ্ছু চাই না।
শুধু তোকে নিয়ে সারাজীবন থাকতে চাই।
... আর এমন কিছু কথা আছে যা না কাউকে বলা যায়না।
সেইসব বুঝে নিতে হবে তোকে।
—আর মাঝে মাঝে কি যেনো বলার চেষ্টা করছিল।
.
.
.
—এই পাগলি
কি কথারে?
আমি - না কিছুই না। বললাম যে কাউকে বলা যায়না।
—আচ্ছা বেশ না বলা কথা যে বুঝেনিতে হয়।
আমি - হুম রে পাগল
– এই পাগলি কাল জাবি?
আমি - কোথায় রে?
— যদি বলি নদীর ধারে
আমি - হুম যাবো না কেনো?
— নাহ্ আসলে যদি কাল কিছু থাকে তোর।
আমি - ও আচ্ছা কাল না আমার একজনের সাথে দেখা করতে যাওয়ার আছে।
বেশ যাও কাল ।
আমি - সত্যি!! এক চর মারবো। একবার ও তো বললি না যে তুমি দেখা করবে কার সাথে? আবার যাও!!
আমি - উফফ!! পাগল হয়ে যাবো আমি।
—হুম ঠিক তাই পাগলি পাগলি
থাক আমার কাছে। আমার পাগলি সনু।
(হাসি একই সাথে দুজনে)
......
......
আমি - এই পাগল কাল যাবো আমি। আর হ্যাঁ নৌকাতে উঠবো বলেদিলাম।
— হুম সনু একদম ।।
আমি - আর কাল যদি নৌকা না চড়াস আমি তোকে মেরে ফেলবো ছাগল।
মনে থাকে যেনো।।
.
.
.
.
কেটে যাবে এমন করে আর
একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক......
কলমে - @ মেঘ
